সম্প্রতি মহানগরীতে এক নয়া নিয়ম ঘোষণা করা হয়। কলকাতা পুরসভার তরফে সম্প্রতি গাড়ি পার্কিং ফি এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি করা হয়। একদিকে বৃদ্ধি করা হয়েছে ঘন্টা পিছু মাশুল। অপরদিকে, অতিরিক্ত ঘন্টা পিছু ফি-ও বৃদ্ধি করা হয়েছে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর খুশি না হওয়ার প্রসঙ্গ উঠে আসে। কিছুদিন আগেই একটি বৈঠকে মুখ্যমন্ত্রী ববি হাকিমের উদ্দেশ্যে বলেন, “তুই বাড়তি কথা কম বল। পুরসভা ছাড়া অন্য কোনও বিষয়ে মত জানানোর দরকার নেই।” এবার পরোক্ষভাবে ববি হাকিমের কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে দ্বিমত পোষণ করলেন মুখ্যমন্ত্রী।
দুই চাকা গাড়ির ক্ষেত্রে ফি ঘন্টা পিছু পাঁচ টাকার বদলে দশ টাকা করা হয়েছে। তা তিন ঘণ্টা পেরিয়ে গেলেই দিতে হবে ৪০ টাকা। চার ঘন্টা হলে ৬০ টাকা ও পাঁচ ঘন্টা হলে ৮০ টাকা ফি দিতে হবে। এরপর ঘন্টা পিছু ৫০ টাকা করে ফি লাগবে। চার চাকায় এখন ২ ঘণ্টার জন্য ৪০ টাকা, ৩ ঘন্টার জন্য ৮০ টাকা, ৪ ঘন্টার জন্য ১২০ টাকা ও ৫ ঘন্টার জন্য ১৬০ টাকা দিতে হবে। এরপর অতিরিক্ত ঘন্টার জন্য দিতে হবে ঘন্টা পিছু ১০০ টাকা। সব মিলিয়েই, আমজনতার যে পকেটে টান পড়বে একথা বলাই বাহুল্য।