চরম বিপাকে পরীক্ষার্থীরা

Estimated read time 0 min read

বছর ঘুরলেই শুরু পরীক্ষা পর্ব। হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। এই মুহূর্তে জোরকদমে পড়াশোনা করছেন ২০২৫ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। পছন্দের কলেজে ভর্তি হতে গেলে এই পরীক্ষায় ভালো রেজাল্ট করা মাস্ট।

এবার উপস্থিতির হার নিয়ে কড়াকড়ির পথে হাঁটল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার পদ্ধতিতে হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। একাদশ এবং দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ৪টি পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। এবার এই চারটি পরীক্ষার ক্ষেত্রেই উপস্থিতির হার নিয়ে কড়াকড়ির পথে হেঁটেছে সংসদ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে ৭০% উপস্থিতি বাধ্যতামূলক করার কথা। কোনও পরীক্ষার্থীর যদি ৫০% এর নীচে উপস্থিতি থাকে তাহলে তাঁকে কিছুতেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না। যতক্ষণ না অবধি ওই ছাত্র অথবা ছাত্রীর উপস্থিতির হার ৭০% হচ্ছে, তাঁকে পরীক্ষা দিতে দেওয়া যাবে না।

You May Also Like

More From Author