কানাড়া রোবেকো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড একটি নিউ ফান্ড অফার (এনএফও) এনেছে – কানাড়া রোবেকো ভ্যালু ফান্ড। এটি একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম।
কানাড়া রোবেকো ভ্যালু ফান্ড খুলছে ১৩ অগাস্ট এবং বন্ধ হচ্ছে ২৭ অগাস্ট। বিনিয়োগের জন্য নতুন স্কিমটি রি-ওপেন হবে ৬ সেপ্টেম্বর। এই ফান্ডে বিনিয়োগের সর্বনিম্ন অঙ্ক হল ৫০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে। মান্থলি এসআইপি’র জন্য সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে। কানাড়া রোবেকো ভ্যালু ফান্ড বিভিন্ন ফিনান্সিয়াল প্যারামিটারের ভিত্তিতে ‘আন্ডারভ্যালুড বিজনেসেস’ চিহ্নিত করে নির্বাচন করবে এবং তারপর ‘অপর্চুনিটি সাইজ’ ও ‘রিস্ক লিমিট’ বিবেচনা করে পোর্টফোলিয়ো নির্মাণ করবে। এই ফান্ডের বিনিয়োগ হবে সেইসব বিজনেসেসে যেগুলি আপাতত তুলনামূলক কম মূল্যে ট্রেডিং হচ্ছে ও ভবিষ্যতে যেগুলির সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল।