বাড়তে পারে কি ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার সরকারি কর্মচারীদের জন্য আসছে সুখবর। বাজেটেই ডিএ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের।

রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ থেকে ছয় শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হতে পারে। এই মুহূর্তে এই বিষয়ে অর্থ দফতরের অভ্যন্তরে আলোচনা চলছে। কনফার্ম কিছু জানা যায়নি। সরকার তরফেও কিছু বলা হয়নি।

উল্লেখ্য, পরপর দু’বার আগের বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার। এবারেও কি তেমন কিছু হতে পারে? আশায় সরকারি কর্মীরা। উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪% হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা।