শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের উদ্দ‍্যোগে শুরু হয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান

শিলিগুড়ি পুরনিগমের উদ্দ‍্যোগে শুক্রবার খালপাড়ার এম আর রোড সংলগ্ন একটি গোডাউনে অভিজান চালিয়ে প্রচুর প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ বাজেয়াপ্ত করে। নানা ভাবে শিলিগুড়ি পুরনিগম প্রচার অভিযান চালিয়েও শহরের বিভিন্ন বাজারে প্লাস্টিক ক‍্যারি ব‍্যাগ ছেয়ে রয়েছে।

এই প্লাস্টিক ক‍্যারি ব‍্যাগ বন্ধের জন‍্য নানান ভাবে কৌশল করে চলেছে শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ি পুরনিগমের স‍্যানেটারি ইনস্পেক্টর মৃগাঙ্ক দে জানান তদের প্রয়াস লাগাতার চলবে।এর আগে শহরের বিভিন্ন বাজার গুলোতে অভিযান চালানো হয়েছিল।

কিন্তু কিছু কিছু বাজারে প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।এই জন‍্য এবার তারা গোভাউন গুলোতে অভিযান চালানো শুরু করেছেন।