দেশি মদ তৈরির বিরূদ্ধে অভিযান

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের রেঞ্জারবাড়ি এলাকার চণ্ডিকা রায়ের পুত্র আশারু রায়ের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৭০০ লিটার ফার্মেন্টেড ওয়াশ ধ্বংস করা হয় এবং ৬০ লিটার অবৈধ পাতন মদ, ৮টি অ্যালুমুনিয়াম হাড়ি ৮টি অ্যালুমুনিয়াম ফানেল জব্দ করা হয়েছে।

আইনের যথাযথ ধারায় অবৈধ কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে।