বিশ্বকর্মা পূজার রাতে আক্রান্ত কলকাতা পুলিশের সার্জেন্ট। ফের আক্রান্ত পুলিশ, কর্তব্যরত সার্জেন্টকে বেধড়ক মার। প্রতিদিনের মতন রাতেরবেলা নাকা চেকিং চালাচ্ছিল পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীরা। টেংরা অঞ্চলের চায়না টাউন এবং খ্রিস্টপের রোডে নাকা চেকিং চালানোর সময় হঠাৎই ২০ থেকে ৩০ জন দুষ্কৃতী চড়া হয় কর্তব্যরত পুলিশকর্মীর ওপর।
বেধড়ক মারধর করা হয় কৌতুক ঘোষ এক সিভিক ভলেন্টিয়ার এবং এক কনস্টেবলকে। ভেঙে ফেলা হয় পুলিশের গাড়ি। গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আহত ট্রাফিক সার্জেন্টকে। ঘাড়ে পায়ে এবং মাথায় চোট লেগেছে তার। আহত হয়েছেন কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারও।
ভাঙচুর চালানোর সময় দুষ্কৃতিদের তরফে আগুন লাগিয়ে দেওয়ার কথাও বলা হয়, তিনি জানান, নিজের গার্ড এবং কন্ট্রোলকে ফোন করেও কোনো সাহায্য পায়নি কর্তব্যরত সাজরেন্ট কনস্টেবল, এবং সিভিক ভলেন্টিয়ার। কে বা কারা এই দুষ্কৃতি তাণ্ডব চালালো তার খোঁজে নেমেছে তপসিয়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চলছে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ।