লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের। পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বা দিনক্ষণ নিয়ে হস্তক্ষেপ না করলেল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে আবেদন জমা পড়েছিল, তাতে সাড়া দিয়েছে আদালত।
আদালতের রায়, শুধু রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী নামতে হবে সুরক্ষা নিরাপত্তার স্বার্থে। রাজ্য নির্বাচন কমিশনকে আদালতের স্পষ্ট নির্দেশ, রাজ্যের সমস্ত স্পর্শকাতর জেলাগুলিতে ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। পাশাপাশি যে সমস্ত এলাকায় রাজ্য পুলিশের সংখ্যা তুলনামূলকভাবে কম সেখানেও ধীরে ধীরে মোতায়েন হবে সেন্ট্রাল ফোর্স।
এই মুহূর্তে স্পর্শকাতর হিসেবে রাজ্যের ৭টি জেলাকে চিহ্নিত করল হাইকোর্ট, যত দ্রুত সম্ভব সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কড়া নির্দেশ আদালতের। শান্তিতে নির্বাচন করতে সমস্ত ব্যবস্থা গ্রহন করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকেই, রায় আদালতের।