নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই কলকাতা হাইকোর্টের তরফে বড় নির্দেশ

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বহু অপেক্ষার পর গতকাল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। দায়িত্বে রাজ্য পুলিশ আর তাৎপর্যপূর্ণ বিষয় হল আগের বারের ন্যায় এবারেও গোটা রাজ্যে এক দফাতেই হতে চলেছে নির্বাচন।

এই সিদ্ধান্তের পরই কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা দায়ের করেছে কংগ্রেস। অন্যদিকে মনোনয়ন জমা দেওয়ার স্বল্প সময়সীমা নিয়ে সরব বিজেপি। এই নিয়ে কলকাতা হাইকোর্টে জানিয়ে মামলাও ঠুকেছে গেরুয়া শিবির। সেই সেই সকাল থেকে উত্তাল রাজ্য রাজনীতি। এবার এই জোড়া মামলার শুনানি শেষে রাজ্য নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে একটি বড় নির্দেশ ও দু’টি পরামর্শ দিয়েছে আদালত।

কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যাবহার করা যাবে না। অন্যদিকে গতকাল মনোনয়ন জমা দেওয়ার স্বল্প সময়সীমা নিয়ে অভিযোগ তোলে বিজেপি।