আসামের চা বাগানে শিক্ষার প্রসারে উদ্যোগী বাইজু’স

‘সবার জন্য শিক্ষা’, ২০২০ সালে বাইজু’স-এর এই জনহিতকর কর্মসূচি শুরু করে। এই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত ভৌগলিক এলাকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শিশুদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বাইজু’স। বাইজু’স-এর লক্ষ হল ২০২৫ সালের মধ্যে ৫ মিলিয়ন শিশুদের ক্ষমতায়ন। এই লক্ষপূরণের উদ্দেশ্যে ২৩টি রাজ্যের ৫৫টি এনজিওর সাথে পার্টনারশীপ করেছে বাইজু’স। উল্লেখ্য, এই কর্মসূচির অন্তর্গত আসামের ২০টি চা বাগানের কয়েক হাজার শ্রমিকের সন্তানদের ক্ষমতায়ন তথা শিক্ষার দায়িত্ব নিয়েছে বাইজু’স।

‘সবার জন্য শিক্ষা’ এই কর্মসূচির মাধ্যমে বাইজু’স-এর বিনামূল্যে সক্রিয় স্ট্রিমিং লাইসেন্স এবং বাইজু’স টিভি ইস্যু করেছে। যাতে চা বাগানের লার্নিং সেন্টারে শিশুদের গ্রুপ লার্নিং-এ কোন সমস্যা না হয় এবং এক একটি টিভি সেটের সামনে ৫০-৬০ জন বাচ্চা একসাথে ক্লাস করতে পারে। সমস্ত অর্থ-সামাজিক পটভূমিতে শিশুদের জন্য ডিজিটাল শিক্ষা এবং মানসম্পন্ন শিক্ষা সহজলভ্য করার জন্য ২০টি বড় এবং ছোট চা বাগানের পরিবারগুলিতে বিনামূল্যে প্রযুক্তি শেখার প্রোগ্রামগুলি সরবরাহ করেছে বাইজু’স।

বাইজু’স-এর পক্ষ থেকে মানসী কাসলিওয়াল বলেন, শিক্ষাগত এবং ডিজিটাল বিভাজনের মধ্যে ব্যবধান কমাতে প্রযুক্তিগত সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাইজু’স। আমাদের লক্ষ্য হল শিশুদেরকে তাদের আঞ্চলিক ভাষায় ভালো মানের শিক্ষা দিয়ে ক্ষমতায়নের মাধ্যমে শিক্ষায় ইতিবাচক ও পদ্ধতিগত পরিবর্তন আনা।