তবে কি আজ ঘোষিত হবে ডিএ মামলার রায়

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আজ শুক্রবার ৩ নভেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির দিন ধার্য হয়েছে, শুনানির দিকে চেয়ে রয়েছেন রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীরা।

রাজ্যের দাবি খারিজ করে তাদের দাবীতেই মান্যতা দেবে আদালত, এমনই আশা রাখছেন রাজ্য সরকারি কর্মীরা। সম্প্রতি বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, “আসন্ন ডিএ মামলার শুনানিতে আমাদের পক্ষ থেকে দুজন সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন। রাজ্য সরকার সিনিয়র আইনজীবীদের দিয়ে শুনানির তারিখ বারবার পিছিয়ে নিয়ে যাচ্ছেন৷ সেসব সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। তা নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই তবে এই শুনানিতেই যাতে ডিএ মামলার নিষ্পত্তি হয় সেই চেষ্টা করব।’