তবে কি এবার জয়ের হাসি হাসবেন দ্রৌপদী

এই মুহূর্তে দেশের মধ্যে সরগরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুই রাজ্যে৷ এক দিকে বাংলায় আজ ২১ জুলাইয়ের প্রস্ততি৷ অন্যদিকে, দিল্লি সরগরম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে৷ রাজনীতির হিসাবে এগিয়ে রয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রার্থী দ্রৌপদী মুর্মু৷ আদিবাসী নেত্রীকে নিয়ে বাঁধনহারা উচ্ছাস ওডিশায়৷ ২০ হাজার মিষ্টি তৈরি করে দ্রৌপদী মুর্মুর জয় উদযাপন করতে প্রস্তুত রায়রাংপুরের বাসিন্দারা।

ওডিশার তো বটেই রাজধানী দিল্লি সহ দেশের সবকটি রাজ্যেই বিজয় মিছিলের প্রস্তুতি সেরে ফেলেছে বিজেপি। মুর্মুর জয়ের ঘোষণার পরই দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে একটি রোডশোর পরিকল্পনা করেছে শীর্ষ নেতৃত্ব। ওই অনুষ্ঠানে অনেক বর্ষীয়ান নেতারা উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে৷

আপাতত তিন মূর্তি মার্গের অস্থায়ী বাসভবনে রয়েছেন আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সেখানে গিয়ে তাঁকে অভিনন্দন জানাবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওড়িশায় জন্ম দ্রৌপদী এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবেও দায়িত্ব পালন করেছেন৷ নিজের কর্মজীবন শুরু করেছিলেন সরকারি কর্মী হিসেবে। পড়িয়েছেন স্কুলেও।

যাবতীয় সমীকরণ মিলে গেলে আজ দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন তিনি। বঙ্গ বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরেই রাজ্যজুড়ে বিজয় কর্মসূচি শুরু হবে।