তবে কি সত্যি বন্ধ হয়ে যেতে চলেছে কয়েকশ বাস

আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরেই, অবশেষে আশঙ্কাই সত্যি হলো। মান্যতা পেলো মামলাকারীর করা মামলা। চলতি মাসেই বাতিল হয়ে যেতে পারে কয়েক হাজার বেসরকারি বাস। হাইকোর্টের রায়ের পর এখন নিত্যদিন আশঙ্কায় দিন কাটছে বেসরকারি বাস মালিকদের।

কিছু বছর আগে পরিবেশকর্মী সুভাষ দত্তের করা একটি মামলার ভিত্তিতে কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয় যে, ১৫ বছরের বয়ঃসীমা পেরিয়ে গেছে এমনি কোনও বাস আর কলকাতা শহর কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথিরিটি (কেএমডিএ)-র এলাকায় চালানো যাবে না। ১৫ বছরের বয়ঃসীমা পেরিয়ে গেছে এমনি ২৫০০ বাস পুজোর আগেই বসে যেতে চলেছে শহরে। বর্তমানে প্রায় ৪ হাজার বেসরকারি বাস চলে।

এর মধ্যে আদালতের নির্দেশে ২৫০০ বাস বসে গেলে একদিকে যেমন সমস্যায় পড়বেন মালিকেরা তেমনই ভোগান্তি বাড়বে আম জনতার। এদিকে নতুন বাস রাস্তায় নামাতে অপ্রস্তুত বাস মালিকরা। তাদের হাতে নতুন বাস নামানোর মতো অর্থ নেই।