সরস্বতী পূজো মন্ডপ তৈরির ব্যস্ততা লক্ষ্য করা গেল দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে

আর মাত্র একদিন পরই সরস্বতী পুজো। বুধবার সরস্বতী পুজো। আর এই পুজোকে ঘিরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের মধ্যে দারুন উৎসাহ  লক্ষ্য করা গেলো জলপাইগুড়ি শহর সংলগ্ন দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে।স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রদের একান্ত চেষ্টায় সরস্বতী পূজো মন্ডপ তৈরির ব্যস্ততা লক্ষ্য করা গেল।

জলপাইগুড়ি দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের এহেনো উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।আগামী ১৪ই ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজো । আর এই পুজোকে কেন্দ্র কোরে বিদ্যালয় থেকে কলেজ এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান থেকে পাড়ায় পাড়ায় পুজোর পাশাপাশি বাজার হাটে প্রস্তুতি চলছে জোর কদমে।অন্যদিকে বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে চলছে পুজোর আমন্ত্রণের শেষ পর্ব। ঠিক সেই সময় দেখা গেল এক অন্যরকম চিত্র।

জলপাইগুড়ি দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে মাস্টারের পাশাপাশি ছাত্ররা মিলে শুরু করছে সরস্বতী পুজোর মন্ডপ শয্যা।এখানেই দেখা দেখা গেলো শিক্ষক শিক্ষিকাদের ব্যস্ততা এবং পাশাপাশি ছাত্রদেরও উৎসাহের সাথে ব্যস্ততাও। শিক্ষক কল্যাণ পাল বলেন, এখানে ষষ্ঠ শ্রেণির থেকে একাদশ শ্রেণী সব ক্লাসের ছাত্ররা রয়েছে। এটা আসলে হাতে-কলমে কিছু শেখার এক উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ বলে জানা যায়।