শীতবস্ত্রের সম্ভার নিয়ে এবারও শিলিগুড়ি শহরের ভুটিয়া মার্কেটে বসেছে ব‍্যবসায়ীরা

দূরদূরান্ত থেকে শীতবস্ত্রের সম্ভার নিয়ে বসেছে ব‍্যবসায়ীরা, এখনও পর্যন্ত ঠান্ডা ঠিক ভাবে না পড়ায় বিক্রি তেমন শুরু হয়নি,তবুও আশায় দিন গুনছেন ঠান্ডা পরলে ব‍্যবসা ভালো হবে। প্রতি বছর পাহাড়ি অঞ্চল থেকে ব‍্যবসায়ীরা নীজ হাতের তৈরী শীতবস্ত্রের সম্ভার নিয়ে হাজির হন শিলিগুড়ি শহরের ভুটিয়া মার্কেটে।গত দু-বছর করোনার কারণে ব‍্যবসা তেমন জমেনি।এ বছর সব কিছু স্বাভাবিক ছন্দে ফেরার আশায় দিন গুনছেন শীতবস্ত্রের ব‍্যবসায়ীরা।

এমনি কয়েকজন ব‍্যবসায়ী জানান, এখনও পর্যন্ত ঠান্ডা ঠিক মতো পরেনি তবু অল্প বিস্তর বিক্রি হচ্ছে। তাঁরা নিশ্চিত যে শিলিগুড়িতে ঠান্ডা পরবে এবং তাদের বিক্রি ঠিক হবে। এক মহিলা ব‍্যবসায়ী জানান, ২০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকার মধ্যে শীতবস্ত্র পাওয়া যাবে।