করোনা নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিনিষেধের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।অর্থাৎ বিধিনিষেধ জারি থাকবে আগামী ১-১৫ জুলাই পর্যন্ত। আগামী ১ জুলাই থেকে ৫০% যাত্রী নিয়ে সরকারি-বেসরকারি বাস, ট্রাক,অটো,ট্যাক্সি চলার অনুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লোকাল ট্রেন, মেট্রো রেল সম্ভবত চালু হচ্ছে না।সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন।
তবে এ ক্ষেত্রে সাধারণ মানুষকে কিছুটা সুবিধা দিতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সরকারি এবং বেসরকারি বাস ৫০% যাত্রী নিয়ে চলবে যা জেলার ক্ষেত্রেও উপযুক্ত থাকবে ।রাজ্যের মধ্যে দূরপাল্লার বাস চলাচলের ক্ষেত্রে একই নিয়ম কার্যকারী কার্যকর হবে । তবে প্রত্যেককে স্যানিটাইজার ও মাক্স ব্যবহার করতে হবে।
বিধি-নিষেধের যেসব বিষয় ছাড় দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল সেলুন ,বিউটি পার্লার। সেলুন – বিউটি পার্লার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ৫০% কর্মী নিয়ে কাজ করতে হবে । এমনকি শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে সবজি – বাজার খোলার ক্ষেত্রেও ,তার মেয়াদ বাড়িয়ে সকাল ৬ টা থেকে ১২ টা পর্যন্ত করা হয়েছে আর বাকি সব ধরনের দোকান চালু রাখা যাবে সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত। এছাড়া সকাল ৬ টা থেকে ১০ টা এবং বিকেল ৪ টা থেকে ৮ টা পর্যন্ত জিম খোলার অনুমোদন দেওয়া হয়েছে । তবে সেখানে একসঙ্গে ৫০ শতাংশের বেশি লোক ঢুকতে পারবে না । এমনকি বেসরকারি অফিস গুলোতে ৫০% কর্মী নিয়ে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কাজ করার অনুমোদন দেওয়া হয়েছে । তবে কর্মীদের যাতায়াতে দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে।
তবে ব্যাংকের ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হচ্ছে না। আপাতত সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত খোলা থাকবে । আর ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। স্কুল-কলেজ সব বন্ধ থাকবে । বিয়ে সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে ৫০% শতাংশ মানুষ উপস্থিত থাকতে পারবে।
সরকার অনুমোদন দিলেও ১ জুলাই থেকে রাস্তায় বাস নামার ক্ষেত্রে আশঙ্কা থেকে গিয়েছে । বাস মালিক সংগঠনের নেতা রাহুল চট্টোপাধ্যায় এবং টিটু সাহা একসুরে বলেছেন , ‘এখন ডিজেলের লিটার প্রতি দাম ৯২ টাকা। ফলে পুরোনো ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানো কার্যত অসম্ভব। অবিলম্বে নতুন ভাড়া কার্যকর করতে হবে । না হলে বেসরকারি বাসের বড় অংশ রাস্তায় নামবে না।’