বিহারের গোপালগঞ্জে জাতীয় সড়কে মিনিবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন বাংলার দুই শ্রমিক। দুর্ঘটনায় ১৪ জন জখম হয়েছেন। পুলিস সূত্রে খবর পঞ্জাবে গমের জমিতে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। মিনিবাসটা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের।
স্থানীয় সূত্রে খবর. সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল বাসটি একেবারে দুমড়ে মুচড়়ে যায়। তার মধ্যেই আটকে পড়েন শ্রমিকরা। চালক সহ আরও ১৪জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জের পুলিশ সুপার আনন্দ কুমার বলেন, ‘মৃতরা পশ্চিমবঙ্গের বাসিন্দা।’ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে ধাক্কা দেয়। মন্ত্রী সুনীল কুমার গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ভিনরাজ্যের দুই শ্রমিকের মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন মন্ত্রী। পাশাপাশি জখমদের যাতে উপযুক্ত চিকিৎসা হয় সেব্যাপারে অনুরোধ করেছেন মন্ত্রী। তিনি বলেন, ‘অতিরিক্ত গতিতে গাড়ি চালানো কোনওভাবেই উচিৎ নয়। এব্য়াপারে গাড়ি চালকদের সতর্ক থাকা দরকার। ’পথ নিরাপত্তাবিধি মেনে চলার ব্যাপারে অনুরোধ করেন মন্ত্রী।