সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে চুরি

তদন্তে নেমে দুষ্কৃতিকে গ্রেফতারের পাশাপাশি চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করলো পুলিশ।স্বামী স্ত্রী দুজনেই সিভিক ভলেন্টিয়ার। মাটিগাড়া থানার বেলডাঙ্গির বাসিন্দা তারা।আজ সকালে স্বামী-স্ত্রী কাজে বের হন।বারোটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন সবকিছু তছনছ।মাথায় হাত পরে দম্পতির।এরপর মাটিগাড়া থানার পুলিশের দ্বারস্থ হন তারা।বাড়ির চুরির ঘটনা নিয়ে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঐ সিভিক পুলিশ দম্পতি।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে সর্বস্ব নিয়ে চম্পট দেয়।খোয়া যায় সোনা এবং রুপোর অলংকার সহ আরো অনেক কিছুই। মাটিগাড়া থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ।অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা করে।অবশেষে মিলে গেল সাফল্য।

সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সূত্রের খবরের ভিত্তিতে দুষ্কৃতিকে গ্রেফতারের পাশাপাশি চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে নজির গড়ল মাটিগাড়া থানার পুলিশ।দীপক দাস নামে এক যুবককে গ্রেফতার করে ঐ সিভিক ভলেন্টিয়ার এর বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে ওই সিভিক ভলেন্টিয়ার দম্পতিকে তুলে দিল মাটিগাড়া থানা।ধৃত পতিরাম জোত এলাকার বাসিন্দা।জানা গিয়েছে ধৃত,চুরি করা সমস্ত সামগ্রী তার বাড়িতে একটি টেরি বিয়ারের মধ্যে লুকিয়ে রেখেছিল।ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করবে মাটিগাড়া থানার পুলিশ।