আবার নতুন করে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে ভর্তি করানো হয়েছে আলিপুরের বেসরকারি হাসপাতালে। হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড।
চিকিৎসকেরা জানিয়েছেন, একটানা বহুক্ষণ বাইপ্যাপ সাপোর্ট দিয়ে রাখতে হচ্ছে না তাকে। মাঝেমাঝেই যখন তা খুলে দেওয়া হচ্ছে তখন নিজেই শ্বাস-প্রশ্বাস চালাতে পারছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমানে আগের থেকে অনেক কমেছে শ্বাসকষ্ট।
বর্তমানে রাইলস টিউব দিয়ে তরল খাবার খাওয়ানো হচ্ছে বুদ্ধদেবকে। যদিও তাতেও অনীহা রয়েছে তার। চিকিৎসকেরা জানিয়েছেন, অল্প অল্প করে কথা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাতে বুদ্ধবাবুর সঙ্গে ছিলেন তার দীর্ঘ দিনের সঙ্গী তপনবাবু। তার সঙ্গেও অল্প বিস্তর কথা বলতে পেরেছেন বুদ্ধদেব।