আজ ছাড়া হতে পারে বুদ্ধবাবুকে

সম্প্রতি আবার নতুন করে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে ভর্তি করানো হয়েছি আলিপুরের বেসরকারি হাসপাতালে। তবে এবার গত কয়েকদিন ধরে লাগাতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর। তাই আজ হাসপাতাল থেকে ছাড়া হতে পারে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

গত ২৯ জুলাই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সুস্থতার দিকেই এগিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে নিয়মিত ফিজিওথেরাপি চলছে বুদ্ধবাবুর। হাসপাতালের পরিবর্তে আপাতত তাঁর বাড়ির বাইপ্যাপ মেশিন ব্যবহার করছেন চিকিৎসকরা। এছাড়া মাঝে মধ্যে মুখ দিয়েও তিনি খাচ্ছেন৷

তাঁর শরীরে সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। তিনি উঠে দাঁড়িয়েছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শরীরে অক্সিজেনের মাত্রাও কমতে শুরু করেছিল।