অশান্তির আঁচে ফুটছে বাংলাদেশ। লাগাতার ভারতের দিকে ধেয়ে আসছে হুমকি। আক্রমণের ধার বাড়াচ্ছে কট্টরপন্থীরা। কখনও ভারতের মানচিত্র বদলের হুমকি আবার কখনও কলকাতা দখলের হুঁশিয়ারি, ধেয়ে আসছে একের পর এক আক্রমণ। এদিকে ভারত যে সে দেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর আক্রমণকে ভাল চোখে দেখছে না তা ঢাকায় গিয়ে কড়া বার্তায় বুঝিয়ে এসেছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি।