পুলিশের সাথে সহযোগিতা বজায় রেখেই বিএসএফ কাজ করবে। ফলে বিএসএফের কাজের পরিধি বাড়ানো হলেও কারুর কোনো সমস্যা হবে না বলে আজ এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করলেন বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইকি রবি গান্ধী। এদিন শিলিগুড়ি সংলগ্ন কদমতলায় বিএসএফের দফতরো সাংবাদিক সম্মেলন করে কথাগুলো জানালেন তিনি। সেই সঙ্গে তিনি আরও বলেন। বিএসএফের নিয়ম মেনে এবং পেশাগত ভাবে কাজ করে। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মানুষের স্বার্থে কাজ করে চলেছে বিএসএফ। বিএসএফের হাতে এফআইআর এর মতো ক্ষমতা নেই। কোথাও বিএসএফ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা পুলিশকে জানানো হবে। অপরাধ প্রমাণ হলেই শাস্তিও দেওয়া হবে। মূলত বিএসএফের কাজের পরিধি ১৫ থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার বৃদ্ধি করার পর থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধিতা করে আসছে। শাসক দলের অভিযোগ এর ফলে বিএসএফ যথেচ্ছভাবে নিজেদের কাজ করবে। বিএসএফের ওপর যথেচ্ছাচারের আশঙ্কা যে ভিত্তিহীন তা বোঝাতে পুলিশের সাথে সামঞ্জস্য রেখে কাজ করার কথা জানালেন আইজি।
শিলিগুড়ি সাংবাদিক বৈঠকে BSF, IG Ravi Gandhi
