ব্ল্যাঙ্কেট এ করে মাদক পাচারের পর্দা ফাঁস। দু কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে। কলকাতা এস টি এফ এর খবর এর ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি।
ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন এক ব্যক্তি কে। তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতেই উদ্ধার হয় 460 গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য 2 কোটি ২০ লক্ষ টাকা। মনিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়াচকে।
এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি। ওই যুবককে গ্রেফতার করেছে জিআরপি।