বৈশাখীর দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। বৃষ্টির আশায় চাতকের মত দিন গুনছে সকলেই। আর এই অপেক্ষার মাঝে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এখনি দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ থেকে আগামী তিন চারদিন থাকবে শুষ্ক আবহাওয়া, থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। মূলত, দক্ষিণা বাতাসের প্রভাব কমে যাওয়ায়, উত্তর-পশ্চিম বাতাসের প্রভাব বাড়তেই বৃষ্টির সম্ভাবনা কম হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যেকারনে আজ থেকে ফের শুষ্ক আবহাওয়া তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। পশ্চিমের জেলাগুলিতে আবারও ৪০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যাবে তাপমাত্রা। তবে উত্তরে বৃষ্টি চলবে।
উল্লেখ্য, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২° বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৮৬ শতাংশ।