রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন হাওড়া ও শিয়ালদা স্টেশন দিয়ে। এবার নতুন উদ্যোগ নেওয়া হল এই দুটি স্টেশনে।
দৃষ্টিশক্তি কম থাকায় ঠিকমতো দেখতে পান না দিব্যাঙ্গ যাত্রীরা। তাদের সুবিধার্থে এবার রেলের পক্ষ থেকে ব্রেইল নেভিগেশন চালু করা হল। এই সিস্টেম চালু হওয়ার ফলে দিব্যাঙ্গ যাত্রীরা অন্য কারোর সাহায্য ছাড়াই চলাফেরা করতে পারবেন। দৃষ্টিশক্তি যাদের কম, তারা ব্রেইল নেভিগেশনের মাধ্যমে জেনে যেতে পারবেন টিকিট কাউন্টার ও স্টেশনে সব ধরনের ব্যবস্থার ব্যাপারে।
রেল সূত্রে খবর, শিয়ালদহ, কলকাতা এবং হাওড়া স্টেশনের প্রবেশপথে বসানো হয়েছে ব্রেইল নেভিগেশন মানচিত্র। এটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৪ ফুট X ২ ফুট। রেলের অন্যান্য পরিষেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য থাকবে এই ম্যাপে।