চিতল হরিণ ছাড়া হলো বক্সার জঙ্গলে

বক্সার জঙ্গলে ফের ছাড়া হলো চিতল হরিণ। বাঘেদের থাকার অনুকুল পরিবেশ গড়ে তুলতে বদ্ধ পরিকর বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্তা ও কর্মীরা।ফের বনে ছাড়া হলো স্পটেড ডিয়ার। বন কর্তা এবং পশু চিকিৎসকদের উপস্থিতিতে শনিবার রাতে ছাড়া হয় হরিণগুলি।90টি স্পটেড হরিণ  সফলভাবে ছাড়া হয়েছে।এই স্পটেড হরিণগুলিকে বর্ধমান জেলার অন্তর্গত রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে স্থানান্তরিত করা হয়েছে।