গ্রেফতার হলেন বলিউডের ড্রামাক্যুইন রাখি সাওয়ান্ত

গ্রেফতার হলেন বলিউডের ড্রামাক্যুইন রাখি সাওয়ান্ত। বলিউডের রাখি সাওয়ান্ত গ্রেফতার হওয়ার খবর দিলেন মডেল অভিনেত্রী শার্লিন চোপড়া। এই খবর ফাঁস হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। মডেলের ছবি ও ভিডিও ভাইরাল করার অভিযোগে এফআইআর করা হয়েছিল। গতকালই রাখির আবেদন খারিজ করা হয়েছে।

সূত্র থেকে জানা গেছে, শার্লিনের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে রাখি সাওয়ান্তকে। বৃহস্পতিবারই রাখিকে গ্রেফতার করেছে আম্বোলি থানার পুলিশ। জানা গেছে, আজ দুপুর তিনটের সময় নিজের ডান্স অ্যাকাডেমি লঞ্চ করার পরিকল্পনা ছিল। এবং স্বামী আদিলের সঙ্গে যৌথভাবে ওই অ্যাকাডেমি তৈরি করেছেন। কোন অভিযোগের ভিত্তিতে রাখিকে গ্রেফতার করেছে পুলিশ তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। শার্লিন জানিয়েছেন, রাখি অশালীন ভাষা প্রয়োগ করে তাকে আক্রমণ করেছেন। গত বছর নভেম্বর মাসে ওই অভিযোগ করেছিলেন তিনি। ওই অভিযোগের বিরুদ্ধে রাখি এবং তার আইনজীবী ফাল্গুনী ব্রহ্মভাটের বিরুদ্ধে এফআইআর রুজু করেছিল মুম্বই পুলিশ।

ভারতীয় দন্ডবিধির ধারা সহ আইটি আইনের একাধিক ধারায় রাখির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। শার্লিনের অভিযোগ ছিল, রাখি সাওয়ান্ত প্রেস কনফারেন্স ডেকে তার একটি অশ্লীল ভিডিও দেখিয়েছিলেন। কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন রাখি সাওয়ান্ত। অন্যদিকে রাখি সাওয়ান্ত শার্লিনের বিরুদ্ধে ওশিওয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন। তার প্রেমিক বদল করা নিয়ে নাকি কুরুচিকর মন্তব্য করেছিলেন শার্লিন, তেমনটাই দাবি করেছিলেন রাখি। ২০২২ সালে ৬ নভেম্বর শার্লিন তাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলেন এবং তা নাকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ওই ভিডিওতেই রাখির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন শার্লিন চোপড়া।