উত্তমকুমার-রবীন্দ্র সরোবর স্টেশনের মেট্রোর সুড়ঙ্গে উদ্ধার দেহ

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কলকাতা মেট্রোর রবীন্দ্র সরোবর স্টেশনের কাছে বুধবার সকালে এক যাত্রী লাইনে ঝাঁপ দেন। সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ তাঁর দেহটি উদ্ধার করা হয় রবীন্দ্র সরোবর এবং মহানায়ক উত্তমকুমার স্টেশনের মাঝে। তবে মৃতর নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

এই ঘটনার পর পরেই আপাতত আপ ও ডাউন উভয় লাইনেই মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও দমদম থেকেও মেট্রো না পাওয়ার কারণে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।এই ঘটনায় অফিস যাত্রীরা মেট্রো পরিষেবায় বিঘ্নিত হওয়ার কারণে বেজায় সমস্যার মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের।

বেশ কিছু স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ে মেট্রো। তাই এই সকল কারণে নিরুপায় হয়ে ইতিমধ্যেই সকল যাত্রীরা মেট্রো ছেড়ে বাসে চেপেই গন্তব্যের উদ্দেশেরওনা দিচ্ছেন। এই ঘটনার বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগের এক আধিকারিক জানিয়েছেন, আজ সকালে মৃত দেহটি উদ্ধার করার পর দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আপাতত মেট্রো পরিষেবা চালানো হচ্ছে।