আবারও রক্ত বইলো জম্মু-কাশ্মীরে

আবারও উত্তপ্ত হল জম্মু-কাশ্মীর। রক্ত বইলো জম্মু-কাশ্মীরে। গভীর রাতে জোড়া বিস্ফোরণ ঘটে জম্মুর বিমানবন্দরের বায়ুসেনা স্টেশনে। কিন্তু এবার একটা নয় জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর। প্রথম বিস্ফোরণটি একটি ভবনের ছাদে ঘটানো হয় ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে পাঁচ মিনিটের ব্যবধানে একটি খোলা জায়গায়। তাতে ২ জন কাশ্মীরি নাগরিক জখম হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের আধিকারিকরা। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত শব্দ শোনা গিয়েছিল।

আওয়াজ পেয়েই পুলিশ ও নিরাপত্তাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বিস্ফোরণ ঘটাতে ৪ কেজি ৭০০ গ্রাম মতো আইইডি ব্যবহার করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে এই বিস্ফোরণের ঘটনায় কাশ্মীরের নারওয়াল অঞ্চল থেকে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ কেজি আইইডি বিস্ফোরক। ঘটনার তদন্তে নেমেছে জম্মু ও কাশ্মীরের পুলিশ। এই ঘটনায় পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হাত রয়েছে বলে ধারণা পুলিশের।