25
Oct
এয়ারটেল পেমেন্টস ব্যাংক (Airtel Payments Bank) পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ৮০,০০০-এরও বেশি ‘নেবারহুড ব্যাংকিং পয়েন্ট’ (neighborhood banking points) স্থাপন করে আর্থিক সহজলভ্যতায় বিপ্লব ঘটাচ্ছে। এগুলির মধ্যে ২২,০০০টিরও বেশি গ্রাম পূর্বে ব্যাংকবিহীন ছিল। মহিলাদের দ্বারা পরিচালিত ৯,০০০ ব্যাংকিং পয়েন্ট-সহ এই উদ্যোগের লক্ষ্য আর্থিক অন্তর্ভুক্তি (financial inclusion) এবং লিঙ্গ সমতা (gender equality) বৃদ্ধি করা। পশ্চিমবঙ্গ ও আসামের চা বাগানগুলির সহযোগিতায়, এয়ারটেল পেমেন্টস ব্যাংক কর্মীদের জন্য বেতন স্থানান্তর সহজতর করে তাদের সঞ্চয় করতে ও আর্থিক পরিষেবাগুলি গ্রহণ করতে সহায়তা করছে। এক কোটি (১০ মিলিয়ন) সেভিংস অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ব্যাঙ্কিং অ্যাক্সেসিবিলিটি (সহজ গ্রহণীয়তা) বাড়িয়ে চলেছে।