23
Oct
শিলিগুড়ি : শিলিগুড়িতে এই প্রথম কালী পুজোয় অযোধ্যার রাম মন্দিরের আদলে পুজো মন্ডপ নির্মাণ হতে চলেছে। হিন্দু সুরক্ষা সমিতির এবারের এই চমক নজর কারতে চলেছে উত্তরবঙ্গবাসীর। মূলত প্রথম বর্ষেই এবার হিন্দু সুরক্ষা সমিতির চমক হলো অযোধ্যার রাম মন্দির। এছাড়াও আলোকসজ্জা ও মন্ডপসজ্জাতেও থাকতে চলেছে বিশেষ চমক। মোট ১৫ লক্ষ টাকা ব্যয়ে এবার করা হচ্ছে এই পুজো। পুজো উদ্যোক্তারা জানান এবার পুজো চলাকালীন থাকবে নানান সামাজিক উদ্যোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।এছাড়াও আগামী ৩১–শে অক্টোবর এই পুজোর শুভ উদ্বোধন হবে। সবমিলিয়ে শিলিগুড়িতে এই অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হিন্দু সুরক্ষা সমিতির কালীপুজো নজর কারতে চলেছে উত্তরবঙ্গবাসীর এমনটাই আশাবাদী উদ্যোক্তারা।