23
Oct
উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দাদের আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে নিরলস পরিশ্রম করে চলেছে ব্যতিক্রম সামাজিক সংস্থা। বন্ধুত্বের সেতু আরও মজবুত করতে তাঁদের হাতিয়ার সাংস্কৃতিক কার্যক্রম। অতি সম্প্রতি অসমের গর্ব, ভারতরত্ন ড° ভূপেন হাজারিকার জন্মদিবস উপলক্ষে আগরতলায় 'ভূপেন জয়ন্তী' পালন করে ব্যতিক্রম। ত্রিপুরা সরকারের সার্বিক সহযোগিতায় সেই অনুষ্ঠানে সুধাকন্ঠের ভাই সমর হাজারিকার নেতৃত্বে ত্রিপুরা ও অসমের সাংস্কৃতিক দল অংশ নেয়। এবার ত্রিপুরার গর্ব, সুরকার শচীন দেববর্মনকে নিয়ে গুয়াহাটিতে ২৮ অক্টোবর মাছখোয়া স্থিত প্রাগজ্যোতিষ আই টি এ প্রেক্ষাগৃহে বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে 'শচীন জয়ন্তী'। সহযোগিতায় রয়েছে ত্রিপুরা সরকারের তথ্য এবং সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ, News Bangla 365, নেডফি। এই অনুষ্ঠানে শিল্পী জুবিন গর্গকে…