14
Dec
ময়নাগুড়িতে টোটোর দাপট যত্রতত্র টোটো পার্কিং যানজট। ট্রাফিক আইন অমান্য করায় আটক ১০টি টোটো।একাধিকবার টোটো চালকদের নিয়ে বৈঠক করা হলেও নিয়মের তোয়াক্কা করছেন না টোটো চালকেরা। যার কারণে শহরের বুকে বেনিয়মে চলছে টোটো চলাচল। এবার সেই সমস্ত টোটো চালকদের বিরুদ্ধে অভিযানে নামলেন ময়নাগুড়ি থানার ট্রাফিক পুলিশ। ময়নাগুড়ি শহর থেকে দশটি টোটো আটক করলো পুলিশ। জানা গিয়েছে, শহরের বুকে নো পার্কিং জোনে টোটো দাঁড়িয়ে কৃত্রিম যানজটের সৃষ্টি করছে অনেক টোটো। এছাড়াও, বেশিরভাগ টোটোর ডানদিকের অংশ রড দিয়ে বেঁধে দেওয়ার কথা থাকলেও অনেক টোটো চালক তা মানছেন না। পাশাপাশি, টোটো চালকদের যে নির্দিষ্ট নম্বর প্লেট পুরসভা থেকে দেওয়ার কথা সেই নম্বর প্লেট…