18
Nov
দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কোথায় কী, দেশের সর্বত্রই পেঁয়াজের দাম বাড়ছে। সমীক্ষা থেকে দেখা যাচ্ছে দিল্লিতে পেঁয়াজ বিকোচ্ছে ৬০ টাকা প্রতি কেজি দরে। চন্ডীগড়েও প্রায় এক অবস্থা। এইভাবে চলতে থাকলে আগামী কয়েকদিনে পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়ে যাবে বলেই আশঙ্কা করছেন সকলে।যদিও মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন এই পরিস্থিতি বেশিদিন চলবে না। কৃষকদের কাছ থেকে সঠিক মাত্রায় পেঁয়াজ না পাওয়ার কারণেই এই দাম বাড়ছে। গত বছরের স্টক প্রায় শেষের দিকে। নতুন পেঁয়াজ এখনও বাজার পর্যন্ত পৌঁছয়নি। তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের পেঁয়াজ বিদেশের মাটিতেও রপ্তানি হয়। তবে বর্তমানে সেই রপ্তানি কিছুটা হলেও কমিয়েছে ।