23
Nov
বিভিন্ন ফসলের পাশাপাশি গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন ফাঁসিদেওয়ার বুদ্ধদেব রায়।শুধুমাত্র শীতকালে নয় বছরের বারো মাসেই গাঁদা ফুলের চাষ করেই সফল হয়েছেন ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের টাওয়াজোত গ্রামের ফুল চাষী বুদ্ধদেব রায়।শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লক মূলত কৃষি প্রধান এলাকা।এখানকার মানুষ সারা বছরেই চাষাবাদের সঙ্গে যুক্ত।বিভিন্ন ফসলের পাশাপাশি এলাকার বহু চাষী বিঘার পর বিঘা জমিতে গাঁদা ফুলের চাষ করে থাকেন।এবছর বুদ্ধদেব বাবু প্রায় ৬ বিঘা জমিতে গাঁদা ফুল চাষ করেছেন।তিনি জানান, প্রায় ৮ বছর ধরে তিনি অন্যান্য ফসলের সঙ্গে ফুল চাষ করে আসছেন। বাজারে ভালো চাহিদা রয়েছে ফুলের।এবছর হলুদ, কমলা ও রক্তগাঁদা ফুলের চাষ করেছেন।প্রতিদিন সকালে ফুল তুলে…