25
Nov
অ্যাপেল কোম্পানির নামে ভুয়ো রিপিয়ারিং শোরুম চালানোর অভিযোগ গ্রেপ্তার এক অভিযুক্ত।বয়স ২৫ এর অক্ষয় মোড়েকে গ্রেফতার করলো শিলিগুড়ির পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ।জানা যায়,বহুদিন ধরে শিলিগুড়ির বুকে অ্যাপেল কোম্পানির নামে তিনটি ভুয়ো রিপিয়ারিং শোরুম চালাতো অভিযুক্ত।যেখানে অ্যাপেল কোম্পানির বিভিন্ন জিনিস রিপিয়ারিং এর নামে প্রতারণা করা হতো কাস্টমারদের।এর আগে বহুবার নানান প্রতারণামূলক অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। তবে থানায় কোনরকম এফআইআর করার আগেই বিষয়গুলিকে ধামাচাপা দিয়ে দেওয়া হতো অভিযুক্তর তরফে।কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না।গতকাল বিকাশ আগারওয়াল নামক এক ব্যক্তি এই অভিযুক্তের বিরুদ্ধে শিলিগুড়ি পানি ট্যাংকি ফাঁড়িতে অভিযোগ দায়ের করে।তার অভিযোগ তিনি অ্যাপেল কোম্পানির একটি জিনিস রিপেয়ারিং করতে দিয়েছিলেন বহুদিন আগে তবে সেই…