19
Sep
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিশিষ্ট ডিজাইনার তরুণ তাহিলিয়ানির ২৫ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ও তরুণ তাহিলিয়ানির মধ্যে এক ডিজিটাল কোলাবোরেশন হল। বিগত বছরগুলিতে ভারতের ফ্যাশন জগতে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর তার নিজস্ব স্থান তৈরি করে নিয়েছে। এবার, তরুণ তাহিলিয়ানির সঙ্গে যুক্ত হয়ে উদযাপন করা হচ্ছে এক কাহিনী - ‘মাই আইডেন্টিটি, মাই প্রাইড’। এই সন্ধ্যায় প্রদর্শিত হয়েছে তার ক্র্যাফ্ট ও হেরিটেজের গর্বের (প্রাইড) কাহিনী, যেখানে থিয়েটারি ঢংয়ে পরিবেশিত হয়েছে পুরুষ ও মহিলাদের ফ্যাশনের উপকরণ। লার্জার-দ্যান-লাইফ কাস্টম সেটের ডিজাইন করেছেন তরুণ তাহিলিয়ালি। এতে ফুটে উঠেছে তার দীর্ঘ ২৫ বছরের যাত্রাপথের কথা। ‘মাই আইডেন্টিটি, মাই প্রাইড’ প্রসঙ্গে তরুণ তাহিলিয়ানি বলেন, তাদের…
