12
Aug
দল ভাঙিয়ে বিজেপির ঘর ভরতে মুকুল রায়ের লাইনে শিলমোহর দিল রাজ্য দল। শনি ও রবিবার দলের চিন্তন বৈঠকে চাপে থাকা মুকুলবাবুর রণনীতিতে সায় দিল দল। তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে ফের পুরনো দলে ফিরে যাচ্ছেন নেতাকর্মীরা। এতে দলের মধ্যে যথেষ্ট চাপে পড়েছিলেন মুকুল রায়। কিন্তু বৈঠকে মুকুলাবাবু যুক্তি দিয়ে বুঝিয়েছেন দল ভাঙানোর খেলা জারি রাখতে হবে। তবেই তৃণমূলকে চাপে ফেলা যাবে। মুকুলবাবুর এই যুক্তিকে সমর্থন করেছে দলের শীর্ষ নেতত্ব। বৈঠকের পর দলের রা্জ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, যারা অন্য দল থেকে বিজেপিতে আসতে চান তাদের দলে নেওয়া হবে।