জলপাইগুড়িতে ঘটল বিস্ফোরণ, আহত সংখ্যা ৫ জন

তিস্তার জলে ভেসে আসা বাক্স খুলতেই জলপাইগুড়িতে ঘটল বিস্ফোরণ। আহত সংখ্যা ৫ জন, মৃত ১ জন। আহতদের নিয়ে গিয়ে ভর্তি করানো হয় জলপাইগুড়ির জেলা হাসপাতালে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী প্রতিবছরই বর্ষার সময় জলে ভেসে আসা কাঠ কুড়নোর জন্য অনেকেই ঝাঁপিয়ে পড়েন। এবারও জলে কাঠ কুড়াতে নামলে চোখে পরে বাক্সটি। এবং বাক্সটি চোখে পোড়া মাত্রই সেটিকে নিয়ে এসে খুলতেই ঘটল বিস্ফোরণ।

তবে এবার সিকিমের বিপর্যয়ের পর অনেক সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে জলে গোলা বারুদ ভেসে আসতে পাড়ে বলে,নদীতে ভেসে আসা কোন কিছুই না কুড়োনর জন্য বারণ করে দিয়েছিলেন পুলিশ। কিন্তু তবুও সতর্ক হচ্ছেন না মানুষজন।