আরজিকর কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির অভিযান ঘেরাও

শিলিগুড়ি: সোমবার আরজিকর কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়ির মহকুমাশাসকের কার্যালয় ঘেরাও অভিযান করে বিজেপি। বিজেপির মাল্লাগুড়ির জেলা দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিজেপির কর্মী সমর্থকরা মহকুমাশাসকের কার্যালয় পর্যন্ত যায়।

কার্যালয়ের সামনে পৌঁছাতেই পুলিশি ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হয় আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে এগোতে যায় বিজেপির মিছিল। এতে তুমুল ধস্তাধস্তিতে জড়ায় দুপক্ষ।

পরে ব্যারিকেড ভেঙে আন্দোলন চালাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ আন্দোলণ চলার পর বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।