‘২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না।’ আজ, বুধবার টিটাগড়ে (Titagarh) এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায়।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একটা বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে কখনও কারও ভুল হতে পারে। কেউ ভুল করলে অ্যাকশন নেওয়া হবে। দোষ প্রমাণিত হলে শাস্তিও হবে।’
এরপরেই তাঁর মন্তব্য, ‘২১ জুলাইয়ের সভার পর ২২ তারিখেই কেন পদক্ষেপ নেওয়া হল? ভোর রাতে কেন হানা? এজেন্সির নামে অন্য দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। টাকা লুঠ করে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। এটা দেশের গণতন্ত্রের পক্ষে ভাল নয়। আর কথা বলতে গেলেই সকলকে সাসপেন্ড। আর কোনও কাজ নেই। খালি তিন-চারটে এজেন্সিকে দিয়ে সরকারকে জব্দ করছে।’
মুখ্যমন্ত্রীর একের পর এক হুঙ্কার, ‘মহারাষ্ট্র ভেঙে ছত্তিসগঢ়, ঝাড়খণ্ড, বাংলার দিকে নজর দিয়েছে। অত সস্তা নয়। বাংলাকে ভাঙতে হলে লড়তে হবে, বাংলা ভয় পাবে না। ব্রিটিশরাও এমন অত্যাচার করত না, এই ত্রাস ছিল না। ২০২৪-এ বিজেপি আসবে না। কী অঙ্ক, কীভাবে হবে বলতে পারব না, তবে আসবে না।’