একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি পালনের উদ্যোগ নিল বিজেপি

তৃণমূলের একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি পালনের উদ্যোগ নিল বিজেপি। বিজেপি সূত্রে খবর, একুশে জুলাই ‘উলুবেড়িয়া চলো’ ডাক দেওয়া হয়েছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির এই কর্মসূচি সংক্রান্ত পোস্টারে লেখা হয়েছে, ‘দলীয় কার্যালয় ভাঙচুর ও সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে উলুবেড়িয়া চলো’।

বিজেপির এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ, ৫টি জায়গায় কর্মসূচি পালনের জন্য পুলিশের অনুমতি চায় তারা। কিন্তু এরপরেও মাঠ কর্তৃপক্ষকে ভয় দেখানো হয়। এরপরই তারা বিজেপির আবেদন বাতিল করে। তাই একুশে জুলাই ‘উলুবেড়িয়া চলো’ কর্মসূচি পালনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। মঙ্গলবার হতে পারে সেই মামলার শুনানি।