লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করল বিজেপি। যার নাম – ‘সংকল্প পত্র’।
দিল্লিতে বিজেপির সদর দফতরের বিজেপির ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, নির্মলা সীতারামন, রাজনাথ সিংহরা। জেলেদের বীমা সুবিধা প্রদান এবং আগামী দিনে বাজরা (শস্য) একটি সুপারফুড হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে।
একলব্য স্কুল খোলার প্রতিশ্রুতির পাশাপাশি, এসসি/এসটি এবং ওবিসিদের সম্প্রদায়ের সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ওষুধের দামে ৮০ শতাংশ ছাড়ের পাশাপাশি ৫ বছর বিনামূল্যে রেশনের প্রতিশ্রুতি মোদীর। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা।