ইতিমধ্যে পদ্মফুল ছেড়ে ঘাসফুলে নাম লিখিয়েছেন মুকুল রায়,সব্যসাচী দত্ত,বাবুল সুপ্রিয়, অর্জুন সিংহ -র মত হেভিওয়েট নেতারা। এবার সেই তালিকায় নাম রয়েছে জগন্নাথ সরকার সহ আরও বেশ কয়েকজন হেভিওয়েট নেতা- নেত্রীর। এবার সেই দলবদল প্রসঙ্গে মুখ খুললেন জগন্নাথ সরকার। গত ৩০ মে নাদিয়ার চাকদহে একটি অনুষ্ঠানে যোগ দেন রানাঘাট লোকসভার সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সহ-সভাপতি জগন্নাথ সরকার। এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন,‘আমি তৃণমূলে গেলে ,তৃণমূল দলটা বিজেপি হয়ে যাবে। রাজনীতি ছেড়ে দেব, তবুও তৃণমুলের মতো পচা দলে নাম লেখাবো না।’
প্রসঙ্গত, বঙ্গ বিজেপি-তে আবারও ভাঙ্গনের ইঙ্গিত দিয়ে সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ‘অনেক গদ্দার, মীরজাফর এবং দুনম্বরী এখনও বাইরে আছে ,আমি দরজা বন্ধ করে রেখেছি। দরজা খুলে দিলে দলই উঠে যাবে।’ অর্থাৎ তৃণমূল চাইলে বিজেপিতে ভাঙ্গনের বন্যা বয়ে যাবে। পাশাপাশি অর্জুন সিংও জানিয়েছিলেন তাড়াতাড়ি কিছু না বলাই ভালো।