তৃণমূলে যোগ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি সাংসদ অর্জুনের

ইস্যু পাটশিল্প। বেশ কিছু দিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব বিজেপি সাংসদ অর্জুন সিং।এতেই তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা জোরালো হয়। তাহলে কি এবার অর্জুন ও ফুল বদলের পথে? কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও অর্জুনের মন্তব্যে জল্পনা আরও জোরালো হয়। এদিন অর্জুন সিং বলেন,তৃণমূল ডাকলে আন্দোলনে যাব। গত কয়েকদিন ধরে বারে বারে বিস্ফোরক মন্তব্য করছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

 

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখে আন্দোলনে আহ্বান জানান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এর পর শনিবার দেল্লীতে ডেকে পাঠায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ওইদিন রাতে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়ালের সাথে বৈঠক করেন তিনি। এদিন বৈঠক শেষে অর্জুন জানান, বৈঠক ইতিবাচক হয়েছে। কিন্তু পরের দিন সকালে অর্থাৎ রবিবার মত পরিবর্তন করেন অর্জুন সিং। তিনি আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। অর্জুন সিং বলছেন ওয়া কথা কিন্তু রাজনৈতিক মহল অন্য ইঙ্গিত পাচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে , অর্জুনের তৃণমূলে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা।