অস্ত্র হাতে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়

রামনবমীর অনুষ্ঠানে অস্ত্র হাতে দেখা গেল খড়্গপুরের বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। রবিবার মেদিনীপুর শহর লাগোয়া খয়রুল্লাচকে , রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন হিরণ।

হিরনের দাবি,‘এই অস্ত্র আক্রমণের জন্য নয়, আক্রমণ প্রতিহত করার জন্য।’

হিরনের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। তিনি এদিন বলেন,‘বিজেপি বিধায়ক উস্কানি দিচ্ছে। পুলিশকে বলব তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করতে।’

অপরদিকে তৃণমূল বিধায়ক অজিত মাইতি এই প্রসঙ্গে বলেন,‘আমরা ভগবান রামকে মন থেকে পুজো করি, নাটক করিনা।’