একশো দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্র দেয়নি এই অভিযোগে মোদী সরকারকে নিশানা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। কিন্তু তাতেও লাভ হয়নি। তাই এবার আন্দোলনের পথ বেছে নিয়েছে রাজ্যের শাসক দল। আগামী ৫,৬ জুন রাজ্যের প্রত্যেকটি ব্লকে একশো দিনের বকেয়া টাকার দাবিতে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একশো দিনের কাজের বকেয়া টাকা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন তিনি বলেন,‘একশো দিনের কাজের টাকা কেন্দ্র মিটিয়ে দিলে সেই টাকা পঞ্চায়েত ভোটে ব্যবহার করবে তৃণমূল।’
এদিকে,অগ্নিমিত্রা পালের এই মন্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তিনি বলেন,‘এইজন্য আসানসোলের মানুষ অগ্নিমিত্রা পালকে প্রত্যাখ্যান করেছেন।’