সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান এখনও অধরা।এরই মাঝে পথে সন্দেশখালির নির্যাতিতা মহিলারা।গোটা ঘটনায় রাজ্য সরকার সহ পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে বিক্ষোভে শামিল গেরুয়া শিবির।
গোটা রাজ্য জুড়েই রবিবার বিভিন্ন থানা ঘেরাও-র ডাক দেওয়া হয় বিজেপির তরফে।শিলিগুড়িতে পথে নামে বিজেপি মহিলা মোর্চা।শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীন বিভিন্ন থানায় বিক্ষোভ দেখানো হয় বিজেপি মহিলা মোর্চার তরফে।
তবে শুধু শেখ শাহজাহানের গ্রেফতারি নয়,মহিলাদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদেও সুর চড়ায় বিজেপি মহিলা মোর্চা।