জনসভায় তৃণমূলের বিরুদ্ধে হুংকার দিলেন বিজেপি নেতা তরণীকান্ত বর্মন

লোকসভা নির্বাচনের আগে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ঢোকা বন্ধ করে দেবেন। বিজেপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই হুংকার দিলেন বিজেপি নেতা তরণীকান্ত বর্মন। তিনি বলেন লোকসভা ভোটের আগে কোন তৃণমূলের হার্মাদ যদি পাড়ায় ঢোকে তাহলে মা-বোনেরা যেন তাদের ঝাড়ু নিয়ে তাড়া করে। তিনি বলেন, এ দিনের জনসভায় লেঠেল বাহিনী দিয়ে লোক আটকানোর চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু পারেনি।
তরণী বাবু আরো বলেন, পঞ্চায়েত ভোটে আমি জেলা পরিষদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমি হেরে যাইনি। আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। কারণ পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। কাজেই আগামী লোকসভা ভোটে তৃণমূল এজেন্ট খুঁজে পাবে না। মন্ত্রী উদয়ন গুহকে কটাক্ষ করে তরণীবাবু বলেন, আপনার বাড়িতে পঞ্চায়েতের টাকা ভাগ হয়েছে। এখানকার প্রধান নাকি ১৭ লক্ষ টাকার বিনিময়ে প্রধান পদ পেয়েছেন। কেউ রেহাই পাবেনা। সকলকেই জেলে যেতে হবে।