বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গতকালই কৃষ্ণনগরের এক প্রবীণ তৃণমূল নেতাকে আর্থিক তছরুপের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মোট ১৪ কোটি টাকা তছরুপ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় ইতিমধ্যে আদালতের নির্দেশে গ্রেপ্তার হয়েছেন ওই প্রবীণ নেতা। এই আবহে আরও এক তৃণমূল নেতার ঘুষ নেওয়ার ঘটনা একেবারে প্রকাশ্যে ফাঁস করে দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অগ্নিমিত্রা। পুরুলিয়া জেলার এক তৃণমূল নেতার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলে ওই ভিডিওর ক্যাপশানে বিজেপি নেত্রী লিখেছেন, ‘চাকরি করে দেবে। ইনি হচ্ছেন পুরুলিয়া জেলার, মানবাজারের গোপালনগর অঞ্চলের TMC প্রাক্তন প্রধান কিশোর মাহাত। আর এনার স্ত্রী আবার জেলা পরিষদের মেম্বার গীতাঞ্জলি মাহাত, Tmc মানেই টাকা মারা কোম্পানি।’